Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহকের গ্যাস-পানির বিল আত্মসাত, ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৬

আদালত ভবন, চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো: গ্রাহকের জমা দেওয়া গ্যাস-পানির বিল আত্মসাতের মামলায় বেসরকারি ইউসিবিএল ব্যাংকের এক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডিত তাজকেরাতুন নেছা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম নগরীর হালিশহর শাখায় জুনিয়র ক্যাশ অফিসার পদে কর্মরত ছিলেন। গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মুহম্মদ কবির হোসাইন রায়ের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গ্রাহকদের কাছ থেকে গ্যাস ও ওয়াসার পানির বিল বাবদ ৬ লাখ ৬৩ হাজার ৯৫৩ টাকা গ্রহণ করেন তাহকেরাতুন নেছা। সেই টাকা তিনি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করেন। অভিযোগ ওঠার পর ৩ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা তিনি জমা দেন। বাকি ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা পরিশোধ না করে আত্মসাত করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ২০২২ সালের ২৭ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন তৎকালীন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ওই মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন।

রায়ে আদালত গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আলাদা দুটি ধারায় আসামিকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা জরিমানা করেন। আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

সারাবাংলা/আরডি/এমপি

আত্মসাত আদালত কারাদণ্ড গ্যাস-পানির বিল মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর