Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত্রুতা বাবার সঙ্গে, ৬ বছরের ছেলেকে আছাড় মেরে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩১

শিশু আলী হোসেন (৬)। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাবার সঙ্গে শত্রুতার জেরে ৬ বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আলী হোসেন (৬)। সে স্থানীয় বাশারুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৪৫) একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল ইসলাম।

ওসি বলেন, ‘সকালে আলী হোসেন মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর তাকে একা পেয়ে মাথার ওপর তুলে আছাড় মারে। এতে গুরুতর মাথায় আঘাত পায় এবং নাক-মুখ-কান দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে পরিবার শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সন্দ্বীপ থেকে স্পিডবোটে চট্টগ্রাম আসার পথে সাগরেই তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি জানান, শিশুটির বাবা আবু তাহেরের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীরের পূর্বশত্রুতা ছিল। পারিবারিক ওই বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। সে খুনের বিষয় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/আরডি/এমপি

বাবা শত্রুতা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর