চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মোহাম্মদ মামুন (২৪) উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।
জানা গেছে, নিহত মামুন ওমান প্রবাসী ছিলেন, তবে একবছর আগে তিনি দেশে ফিরে আসেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামে ফাহিম নামে এক যুবক মামুনকে ছুরিকাঘাত করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত মামুনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, অভিযুক্ত যুবক মোহাম্মদ ফাহিম (৩০) একই গ্রামের মোহাম্মদ আইয়ুবের ছেলে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) পটিয়ার মুন্সেফ বাজার এলাকায় নুরুল আবছার নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়।
ওই মামলা এবং অপহরণের ঘটনা নিয়ে কথা বলার একপর্যায়ে ফাহিম মামুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি পরিবারের পক্ষ থেকে প্রথমে আমাদের জানানো হয়নি। পরে জানতে পেরে আমরা তদন্ত শুরু করি। অভিযুক্ত ফাহিম একটি অপহরণ মামলার আসামি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, সেটা আমরা এখনো জানি না। ফাহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।’