চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খাল থেকে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদরাসা থেকে নিখোঁজের দুইদিন পর খালে ভাসমান অবস্থায় ওই কিশোরের লাশ পাওয়া গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরসদরের চরপাড়া খালের ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
মৃত ইয়াছিন আরাফাতের (১৩) বাড়ি সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া এলাকায়। তার বাবা সৌদিআরব প্রবাসী আবুল কালাম। ইয়াছিন পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল বলে জানা গেছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম সারাবাংলাকে জানান, স্থানীয় লোকজন লাশ খালে ভাসতে দেখে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি খালের ব্রিজের খুঁটির সাথে আটকে ছিল।
‘পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইয়াছিনকে মাত্র ১০ দিন আগে ওই মাদরাসায় ভর্তি করা হয়েছিল। গত বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি। কিন্তু বিষয়টি পুলিশকে অবহিত করা হয়নি। আজ লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে সেটা শনাক্ত করেন।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাহেদুল ইসলাম।
এদিকে মৃত আরাফাতের মা বাবলী বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, তারা আগে ঢাকায় থাকতেন। সেখানে আরাফাত ঢাকার লালবাগের একটি মাদরাসায় পড়ালেখা করতো। গত ৩০ আগস্ট তার বাবা আবুল কালাম সৌদিআরব চলে যান। এরপর ছেলে আরাফাত ও মেয়েকে নিয়ে বাবলী বেগম গ্রামের বাড়িতে চলে আসেন। ছেলেকে তিনি স্থানীয় হেফজখানায় ভর্তি করে দেন।