চট্টগ্রাম ব্যুরো: বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর পর প্রায় সাড়ে ৩ ঘণ্টা দুটি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, হাটহাজারী বাসস্ট্যান্ডের পাশাপাশি হেফাজতে ইসলামের মূল কেন্দ্র হিসেবে পরিচিত দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে শিক্ষার্থীরা বেরিয়ে সড়ক অবরোধ করেন। এতে উভয় সড়কে শত, শত যানবাহন আটকা পড়ে। চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, অবরোধের প্রেক্ষিতে হাটহাজারী থানায় হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনা করে পুলিশ। এরপর সকাল সাড়ে ১১টার দিকে হেফাজতের নেতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে আস্তে আস্তে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সোহেল চৌধুরী মারা যান। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।