Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুতগতির বাইকের ধাক্কা কাভার্ডভ্যানে, ২ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাগরতীরের আউটার রিং রোডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে চালানো মোটর সাইকেল সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে নগরীর হালিশহর থানার ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শাহারিয়ার আজিজ অনিক (২৭) ও মো. সোহান (২৭)। উভয়ে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, অনিকের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। আর সোহান চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সারাবাংলাকে বলেন, ‘নিহত দুজন বন্ধু এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সম্ভবত তারা রাত ১১টার পর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আউটার রিং রোড ধরে ফিরছিলেন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন। চিটাগং ফিলিং স্টেশন থেকে বের হওয়া একটি কাভার্ডভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দিয়ে দুজন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।’

খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি জাকির হোসেন।

সারাবাংলা/আরডি/এমপি

বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর