Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ. লীগ’ সমর্থকদের ভেড়ানোর অপচেষ্টায় সব রাজনৈতিক দল: চট্টগ্রামের ডিআইজি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৯:১৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২০:০৫

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।

চট্টগ্রাম ব্যুরো: বিগত সরকারের (আওয়ামী লীগ) সমর্থকদের নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে প্রায় সব রাজনৈতিক দল— এমন মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামের আসকার দিঘীর পাড়ে আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘বিগত সরকারের (আওয়ামী লীগ) সমর্থকদের নিজেদের দিকে ভেড়ানোর জন্য প্রায় সকল রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে। তাদের পূর্বতন যে কর্ম সেটাকে উপেক্ষা করে, পূর্বতন যে অপরাধ সেটাকে ঢেকে নিজ নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে, সেটা আমাদের জন্য বিব্রতকর। পুলিশ তাদের গ্রেফতার করলে কোনো কোনোসময় তারা একসঙ্গে গিয়ে এর প্রতিবাদ করে। কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিনসহ অন্যান্য কার্যক্রম করে থাকে, যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে।’

বিজ্ঞাপন

সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী ব্যয় মেটাতে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন এখন অনেকের কাছে বিনিয়োগ ও ব্যবসার মতো হয়ে গেছে। ক্ষমতায় গেলে সম্পদ বাড়ানোর সুযোগ থাকে— এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্যতম অন্তরায়।’

তিনি আরও বলেন, ‘এই টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে পড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করে তুলছে।’

মাঠপর্যায়ে সহযোগিতা না পাওয়ায় উদ্বেগ জানিয়ে ডিআইজি বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যাশিত সহযোগিতা নেই। এর ফলে পাল্টাপাল্টি কর্মসূচি, হুমকি, দাঙ্গা, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটছে।’

তিনি যোগ করেন, ‘অনেক ক্ষেত্রে মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যেও অনৈক্য দেখা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।’

‘এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দলের চার-পাঁচজন এমপি (সংসদ সদস্য) পদপ্রার্থী যারা মনোনয়ন পাওয়ার জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন, তারাও নিজেদের মধ্যে নানা রকমের অনৈক্যের প্রয়াস চালিয়ে যাচ্ছেন।’— বলেন ডিআইজি পলাশ।

নির্বাচন প্রক্রিয়া থেকে দলীয় আনুগত্যপ্রবণ কর্মকর্তাদের দূরে রাখার আহ্বান জানিয়ে ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘কোন দল ক্ষমতায় আসবে, সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই এ ধরনের দলদাসদের নির্বাচন দায়িত্ব থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করতে কিছু অপশক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।’

সারাবাংলা/আরডি/এমপি

আহসান হাবীব পলাশ। ডিআইজি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর