চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহতের নাম শামসুল হক (৬০)। তিনি পাহাড়তলী এলাকার বাসিন্দা, বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনটেইনারবাহী ট্রেনের সঙ্গে চালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ট্রেনটি রেলওয়ের সিজিপিওয়াই থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সাগরিকা এলাকায় ট্রাকটি হঠাৎ রেললাইনে উঠে গেলে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে ট্রাকটি উলটে গিয়ে পথচারী ওই বৃদ্ধ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনারও লাইনচ্যুত হয়।