চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসা থেকে এক গৃহবধূ ও তার ১৫ মাস বয়সী মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ পাওয়া গেছে। পাশেই মৃত অবস্থায় পড়ে ছিল শিশুটি। সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাজারে কামাল ভবনের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত আফরোজা আক্তার অ্যানি (২৫) কামাল ভবনের মালিক কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বিপুলের স্ত্রী। আকিয়া আয়েশা তাদের একমাত্র সন্তান ছিল।
পুলিশ জানায়, এনজিও কর্মকর্তা বিপুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কর্মস্থলে বসবাস করেন। শ্বশুর কামাল উদ্দিন ও মেয়ে আকিয়া আয়েশাকে নিয়ে অ্যানি ফটিকছড়ির বাসায় থাকতেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আহমদ সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘুম থেকে জেগে না ওঠায় শ্বশুর কামাল উদ্দিন বেডরুমের বন্ধ দরজায় আঘাত করে অ্যানিকে কয়েকবার ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে জানালায় উঁকি দিয়ে অ্যানিকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশি কয়েকজন জড়ো হন।’
‘খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে মা ও মেয়ের লাশ উদ্ধার করে। অ্যানির লাশ সিলিং ফ্যানের সঙ্গে লাগানো ওড়নায় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। বিছানায় মৃত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। যেহেতু দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আমাদের ধারণা, শিশুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে তার মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’
ওসি জানান, অ্যানির শ্বশুরপক্ষের লোকজন তার মানসিক সমস্যা ছিল বলে দাবি করেছেন। তবে পুলিশ কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কীভাবে ঘটেছে সেটা খতিয়ে দেখছে। উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।