Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের দুষ্টুমি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, প্রাণ গেল ১ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৮:৪০ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২০:৪৯

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটনায় স্বজনদের আহাজারি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, উভয়ের স্কুলপড়ুয়া দুই সন্তানের শিশুসুলভ দুষ্টুমিকে কেন্দ্র করে করে অভিভাবকদের ঝগড়ার মধ্যে প্রাণ গেছে একজনের। পুলিশ ঘটনায় জড়িত বড় ভাইকে আটক করেছে।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহাদাত হোসেন (৩৫) ও আটক তার বড় ভাই আলী হাসান (৪২) ওই ইউনিয়নের উত্তর মরংগা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাদাতের চার বছর বয়সী মেয়ে সাবিহা ও আলী হাসানের ছয় বছর বয়সী ছেলে রনি একই বিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে রনি দুষ্টুমি করে সাবিহার ব্যাগে বালি ঢুকিয়ে দেয়। তখন সাবিহা কান্না করে দেয়। বাড়ি ফেরার পর কান্নারত সাবিহা তার বাবাকে বিষয়টি জানায়।

বিজ্ঞাপন

তখন শাহাদাত হোসেন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। আলী হাসানও এ বিষয়ে কথা বললে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আলী হাসান কাঠের টুকরা দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত আলী হাসানকে আটক করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম সারাবাংলাকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়। এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পরিবার এবং স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বড় ভাইকে আটক করা হয়েছে। ঘটনা আমরা আরও যাচাই-বাছাই করে দেখছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর