Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ বছর পর তারেকের সঙ্গে দেখা শাহাদাতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১১:৪৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১২:২৮

চসিক মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।

চট্টগ্রাম ব্যুরো: ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন লন্ডনে বসবাসরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ১৭ বছর পর দেখা হওয়ার ছবি ফেসবুকে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেয়র।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে নিজের ফেসবুক পেইজে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বার্তা দেন শাহাদাত।

ছবিসহ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে।’

এর নিচে লিখেন- কিংস্টন, লন্ডন।

ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে একবছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত একটি বই তুলে দিতে দেখা যায় শাহাদাতকে।

বিজ্ঞাপন

গত ৯ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান মেয়র শাহাদাত। আর গত প্রায় ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান।

২০০৮ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারেকের অনুপস্থিতিতে একাধিক মামলায় তার সাজা হয়। অবশ্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব মামলা থেকেই তিনি খালাস পেয়েছেন।

অন্যদিকে ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থায় দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থেকে আলোচনায় আসেন সাবেক ছাত্রদল নেতা শাহদাত হোসেন। ক্রমে তিনি তারেক রহমানের ‘আস্থাভাজন’ হিসেবে রাজনীতিতে পরিচিতি পান। পরবর্তীতে তিনি টানা প্রায় একযুগ চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃত্ব দেন।

২০২১ সালে বিতর্কিত চসিক নির্বাচনে শাহাদাত হেরে গেলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আদালতের নির্দেশে তিনি মেয়রের দায়িত্ব পান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর