চট্টগ্রাম ব্যুরো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে কড়াকড়িসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় এ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দরের টারমিনাল ড্রাইভওয়েতে সব ধরনের যানবাহন ও যাত্রী ব্যতীত অন্যান্য দর্শনার্থীর প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরে আসা যাত্রীবাহী সব যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং, কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করে যাত্রী ওঠানামা করার জন্য বলা হয়েছে।
এক্ষেত্রে বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবলমাত্র যাত্রী নামিয়ে দেওয়ার জন্য প্রবেশ করা যানবাহন থেকে পার্কিং টোল আদায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রাধিকারপ্রাপ্ত রাস্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (ভিআইপি) এবং তাদের পরিবারের সদস্য হিসেবে যারা বিমানবন্দরে প্রবেশ করবেন কিংবা বিমানবন্দর ত্যাগ করবেন, তাদের প্রয়োজনীয় প্রটৌকলের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি ভিআইপি লাউঞ্জে ঢুকতে পারবেন। এক্ষেত্রে ওই ব্যক্তিকে নির্ধারিত প্রটোকল পাশ প্রদর্শন করতে হবে।