Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বিএনপির জসিমের প্রার্থিতা বাতিলের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২০:৩৫

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চব্বিশেই জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চট্টগ্রামের নেতারা এ দাবি তুলেছেন।

ধনাঢ্য ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন একজন আইজিপির ঘনিষ্ঠ হিসেবে চট্টগ্রামে আলোচিত ছিলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে তিনি আওয়ামী লীগের একাংশের ‘সমর্থনে’ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

জসিমকে ‘খুনি ও স্বৈরাচারের দোসর’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী নেতারা বলেন, ‘জসিম উদ্দিন বর্তমানে মোট ১১টি মামলার আসামি। এর মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত অন্তত তিনটি মামলা সরাসরি বিচারাধীন আছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়ার পরও তার প্রকাশ্য নির্বাচনি তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী।’

‘এরপরও তিনি নিয়মিতভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ করছেন, ব্যানার-পোস্টার ব্যবহার করে বিভ্রান্তিকর পরিচয় প্রচার করছেন এবং অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’

সম্প্রতি প্রার্থী জসিমের পক্ষে ‘বৈষম্যবিরোধী ৩৬ জুলাইযোদ্ধা’ ব্যানারে একটি কর্মসূচি পালনের তথ্য দিয়ে তারা বলেন, ‘এতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাইযোদ্ধা কেউ ছিলেন না। জুলাই শহিদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিলসহ চার দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এ সময় সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ, মহানগরের যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, এহেসানুল হক লাবিব, সালমান শামীম ও জায়নুল আবেদীন কায়সার, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম রাব্বি, মঈনুদ্দীন, হাসিবুল হাছান সাওয়াল এবং অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখ্য সংগঠক সরোয়ার কামাল রুবেল ও আহত জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বসন্তের ছোঁয়ায় বুবলী
১৩ জানুয়ারি ২০২৬ ২০:২৫

আরো

সম্পর্কিত খবর