Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির সমাবেশের ১৮ মাইক চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২১:৫৮

পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত ওই সমাবেশস্থল থেকে মাইক চুরি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিএনপির নির্বাচনি সমাবেশস্থলে লাগানো ১৮টি মাইক চুরির ঘটনা ঘটেছে। একইসঙ্গে চুরি হয়েছে বেশকিছু বৈদ্যুতিক তারও।

সমাবেশের আগমুহূর্তে গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।

রোববার (২৫ জানুয়ারিা) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশকে কেন্দ্র করে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মাইক চুরির এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, সমাবেশে মাইক ও সাউন্ড সিস্টেম স্থাপনের দায়িত্ব দেওয়া হয় ঢাকার রাজ সাউন্ড সিস্টেমকে। তারা সমাবেশস্থল ও আশপাশে ২০০ মাইক লাগিয়েছিল। রোববার ভোরে রাতে মাইক সংযোগ যাচাইয়ের সময় দেখা যায়, তাদের লাগানো ১৮টি মাইক নেই।
পরে সমাবেশ শুরুর আগে তড়িঘড়ি করে অতিরিক্ত হিসেবে আনা কয়েকটি মাইক লাগানো হয়।

বিজ্ঞাপন

সমাবেশ শুরুর পর বিষয়টি রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক মঞ্চে দায়িত্বরত বিএনপি নেতাদের অবহিত করেন। নেতারা তাকে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করতে বলেন। এরপর তিনি নগরীর কোতোয়ালী থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে শনিবার রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে ১৮টি মাইক ও বৈদ্যুতিক তার চুরির কথা বলা হয়েছে যার মূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. নুরে আল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘সমাবেশের মাইক চুরির অভিযোগ আমরা পেয়েছি। এটা আমরা তদন্ত করে দেখছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর