Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের ক্যাম্পেইন শুরু


২ মে ২০১৯ ১৬:৫২

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের খেলাধূলা জগতকে এগিয়ে নিতে স্পোর্টস ক্যাম্পেইন শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্রীড়াবিজ্ঞান বিভাগ পরিচালিত ‘স্পোর্টস সিইউ’ ক্রীড়া সংগঠন।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে চট্টগ্রাম শহরের ঝাউতলা কিন্ডারগার্টেন স্কুলে সংগঠনটির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আছাদুজ্জামান নূর সারাবাংলাকে বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের খেলাধূলার উন্নয়ন করতে হলে শিক্ষক, ছাত্র ও সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামীর সোনার বাংলাদেশ গঠনে খেলাধূলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

চবির এ ছাত্র বলেন, ‘আমরা স্পোর্টস ক্যাম্পেইন এর কাজকে ভিডিও, ফিল্ডওয়ার্ক, কুইজ কুইজ এসব ধাপে সাজিয়েছি। যেন তারা খেলাধূলা সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।’

ঝাউতলা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘সংগঠনটির কার্যক্রম যুগোপযোগী এ কাজের মাধ্যমে আমার ছাত্ররা নতুন করে নিজেদের জানতে শিখবে।’

অনুষ্ঠানের শেষের দিকে স্কুলের প্রধান শিক্ষকের হাতে পুরস্কার গ্রহণ করেন কুইজে বিজয়ী ছাত্ররা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ছাত্রদের তত্ত্বাবধানে এর কার্যক্রম পরিচালিত হয়।

উল্লেখ্য, স্পোর্টস সিইউ একটি খেলাধূলাভিত্তিক সংগঠন। এ সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১৮ সালের ১৪ আগস্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর