২৪ ঘণ্টার ফুড ক্যাফে চালু চট্টগ্রামের দ্য পেনিনসুলায়
২ জুন ২০১৯ ১৮:১০
চট্টগ্রাম ব্যুরো: দেশি-বিদেশি অতিথিদের জন্য ‘বিশ্বমানের’ ফুড ক্যাফে চালু করেছে চট্টগ্রামের অভিজাত হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং।
শনিবার (২ জুন) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে সেন্টস ক্যাফে ২৪/৭। উদ্বোধন করেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ছিলেন।
এছাড়া পেনিনসুলার চেয়ারম্যান মাহবুবু রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা তাহসিন আরশাদ, মহাব্যবস্থাপক মুসতাক লুহারও ছিলেন।
পেনিনসুলার মহাব্যবস্থাপক মুশতাক লুহার জানান, চট্টগ্রামে বিশ্বমানের ২৪ ঘণ্টার ক্যাফে এই প্রথম চালু হলো। আধুনিক স্থাপত্য নকশায় তৈরি এই ক্যাফেটি।
তিনি জানান, প্রশস্ত এবং ক্লাসিক আবহে ইভেন্ট মিটিং, আড্ডা এবং খাওয়া-দাওয়ার দারুণ এক পরিবেশ তৈরি করা হয়েছে এই ক্যাফেতে। আছে আন্তর্জাতিক মানের মজাদার খাবারও।
ক্যাফেতে রাখা হয়েছে দেশি-বিদেশি বিখ্যাত লেখকদের জনপ্রিয় সব বই, গান শোনা ও ছবি তোলার ব্যবস্থা।
তিনি আরও জানান, সেন্টস ক্যাফেতে খাবারের মধ্যে আছে- পিৎজা, ডোনাট, মেজবানি বান, কেক, পেস্ট্রি, পাস্তা, স্যান্ডউইচসহ আরও বিভিন্ন আইটেম।
চট্টগ্রামে সপ্তাহে সাতদিন দিন-রাত খোলা থাকবে এই ক্যাফে।
সারাবাংলা/এনআর/এমআই