চট্টগ্রামে বোধনের ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু ১৩ জুন
১২ জুন ২০১৯ ১৪:৪৪
চট্টগ্রাম: চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘বোধন আবৃত্তি স্কুলের’ ৫০তম আবর্তন উপলক্ষ্যে দু্-দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ জুন (বৃহস্পতি ও শুক্রবার) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে বোধনের ‘প্রোজ্জ্বল ৫০ সমাবর্তন’ অনুষ্ঠিত হবে।
দু-দিনব্যাপী এ আয়োজনে থাকছে শোভাযাত্রা, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী সম্মিলন ও কথামালা। সেইসঙ্গে অনুষ্ঠানে বোধনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে ৬ মাস মেয়াদী কোর্সের অভিজ্ঞানপত্র। প্রতিদিন বিকেল ৫টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।
বোধন তাদের এবারের আয়োজনটি উৎসর্গ করেছেন, বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী এবং বোধন আবৃত্তি স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত রণজিত রক্ষিতকে।
উল্লেখ্য, বোধন বাংলাদেশের প্রথম আবৃত্তি স্কুল। স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে এবং মুক্তিযুদ্ধের আপসহীন চেতনাকে ধারণ করে তাদের দীর্ঘ সময়ের পথচলা।
সারাবাংলা/পিটিএম