প্রশিক্ষণ শেষে র্যাংক ব্যাজ পেলেন নৌবাহিনীর ১৩ নবীন কর্মকর্তা
২ জুলাই ২০১৯ ১৪:২৬
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ নৌবাহিনীর ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) পদে ১৩ নবীন কর্মকর্তা প্রশিক্ষণ শেষে র্যাংক ব্যাজ পেয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) চট্টগ্রামে নেভাল একাডেমিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় এম আবু আশরাফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। অবাকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজগুলোর অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য বাস্তবমুখী অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে।
নবীন কর্মকর্তাদের নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এম আবু আশরাফ। আধুনিক প্রশিক্ষণ সুবিধাকে কাজে লাগিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তায় দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
১৩ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারের মধ্যে অ্যাকটিং সাব লেফটেন্যান্ট উমায়ের আলম ছয় মাসের প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠ ও চৌকস হিসেবে ‘বীরশ্রেষ্ঠ রহুল আমিন’ স্বর্ণপদক পান।
সারাবাংলা/আরডি/এসএমএন