Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু


৩১ আগস্ট ২০১৯ ১৪:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গু ছাড়াও ওই ব্যক্তি আরও বিভিন্ন রোগে ভুগছিলেন।

শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মৃত বাদশা মোল্লার (৫৬) বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা.আজিজুর রহমান সিদ্দিকী সারাবাংলাকে জানান, বাদশা মোল্লা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তার হার্ট, কিডনি-লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত ছিল।

গত ২২ আগস্ট বাদশাকে প্রথমে চট্টগ্রামের ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু রোগ শনাক্ত হওয়ার পর পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে গত ৯দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

‘প্রথমদিকে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের মধ্যে ছিল। কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হওয়ায় সেটা নিয়ন্ত্রণ করা যায়নি। মূলত ডেঙ্গু আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে মাল্টিঅর্গান ফেইলিউরের কারণে। ডেঙ্গুও একটা ফ্যাক্টর ছিল।’

সিভিল সার্জন জানান, বাদশা মোল্লা সীতাকুণ্ডে বা অন্য কোথাও অবস্থানের সময় এডিস মশার আক্রমণের শিকার হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে চলতি আগস্ট পর্যন্ত চট্টগ্রামে এক হাজার ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ডেঙ্গু ডেঙ্গু রোগীর মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর