Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের লাইনে দাঁড়ানো নিয়ে চবিতে সংঘর্ষ, ৮টি কক্ষ ভাংচুর


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইট-পাটকেল নিক্ষেপে একজন আহত ও আটটি কক্ষ ভাংচুর করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংকে শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বাংলার মুখ (বিএম) ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) নেতাকর্মীরা এই সংঘর্ষে জড়ান। সংঘর্ষে আহতহন, আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শিফন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। লাইনে দাঁড়িয়ে ছিল বাংলার মুখের নেতাকর্মীরা। পরে ভিএক্সের কর্মীরা লাইন ভঙ্গ করে টাকা জমা দিতে চাইলে বিএমের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পরে মারামারিতে জড়ায়।

অগ্রণী ব্যাংকের সামনে প্রথম দফা মারামারির পর উভয় গ্রুপ শহীদ আব্দুর রব হলে অবস্তান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। এসময় রব হলে আটটি কক্ষ ভাংচুর হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বাংলার মুখ (বিএম) গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেল সারাবাংলাকে বলেন, এটা জুনিয়রদের ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষ হয়েছে। আমরা সিনিয়ররা বসে কথা বলে সমাধান করে ফেলব।

ভিএক্স গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বিপুল সারাবাংলাকে বলেন, জুনিয়রদের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমরা সিনিয়ররা বসে এটা সমাধান করেছি।

বাংলার মুখ (বিএম) ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) এর নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বিজ্ঞাপন

চবি ছাত্রলীগ সংঘর্ষ

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর