Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওফা চট্টগ্রাম চ্যাপটারের অফিস উদ্বোধন


১৭ নভেম্বর ২০১৯ ১৩:১১

চট্টগ্রাম: চট্টগ্রামে নিজস্ব কার্যালয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন (ওফা ) চট্টগ্রাম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ১৫ নভেম্বর (শুক্রবার) থেকে নগরীর জুবিলী রোডস্থ এই নতুন অফিসটি চালু হয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে পাস করে আসা বিভিন্ন ব্যাচের প্রাক্তন ক্যাডেটদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এর উদ্বোধন হয়।

আয়োজকরা বলছেন, এর মধ্য দিয়ে ওফা নতুন যুগে প্রবেশ করলো। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা- চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত প্রাক্তন ক্যাডেটরা অংশ নেন ।

নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ওফা-র বিদায়ী কেন্দ্রীয় চেয়ারম্যান হেলাল মোখলেস আলম (১১তম ব্যাচ)। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক শিকদার, কর্নেল (অব.) সালাহউদ্দিন বীর প্রতীক (৪র্থ ব্যাচ), প্রফেসর হায়াত হোসেন (৪র্থ ব্যাচ), কামাল হায়াত (৪র্থ ব্যাচ), নিজাম সেলিম (৯ম ব্যাচ), ঢাকা চ্যাপটারের সভাপতি ইসা মইনুদ্দিন (২৯ তম ব্যাচ) সহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিবি’র বিদায়ী সেক্রেটারি জেনারেল কিশোয়ার ইমদাদ (২৪তম ব্যাচ)।

এতে  আরও উপস্থিত ছিলেন ওফার সব সময়কার শুভাকাঙ্খী পেডরোলো এন কে লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নাদের খান। ওফা চট্টগ্রাম শাখার অফিস চালু করায় সার্বিক সহযোগিতা এবং বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ক্যাডেটদের সবাই ইমরান খানকে (৩৬তম ব্যাচ) বিশেষভাবে ধন্যবাদ জানান।

এর আগে গত ১ নভেম্বর ওফা’র নির্বাচনে চট্টগ্রাম চ্যাপটারের নব নির্বাচিত সভাপতি কামরুল ইসলাম মজুমদারের (১৬তম ব্যাচ) সভাপতিত্বে নবনির্বাচিত ওফা চট্টগ্রাম কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। ওফা চট্টগ্রাম চ্যাপটারের নতুন কমিটির সদস্যরা হচ্ছেন- সভাপতি – কামরুল ইসলাম মজুমদার (১৬তম ব্যাচ), সহ সভাপতি – এম ইসহাক চৌধুরী (১৭ তম ব্যাচ) ও গোলাম মোহাম্মদ তৈয়ব আলী (৩৫ তম ব্যাচ), সাধারন সম্পাদক – ইমরান খান (৩৬ তম ব্যাচ), যুগ্ন সাধারন সম্পাদক – আশরাফুল ইসলাম শোভন ( ৩৯ তম ব্যাচ), কোষাধ্যক্ষ – ইমতিয়াজ আলম (৩৭ তম ব্যাচ),  ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক – মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী (৩৪ তম ব্যাচ), সাংগঠনিক ও প্রচার সম্পাদক – মঈন উদ্দিন চৌধুরী (৪৮ তম ব্যাচ), সদস্য – এ কে এম হারুনুর রশীদ (৩০ তম ব্যাচ), আসিফ ইকবাল পলাশ (৪০ তম ব্যাচ) ও মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী (৪৫ তম ব্যাচ)। খবর বিজ্ঞপ্তি’র।

সারাবাংলা/এমএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর