Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের চন্দনাইশে সালমা-আদিল ফাউন্ডেশনের পিপিই বিতরণ


৫ এপ্রিল ২০২০ ২২:১৫

সারাবাংলা ডেস্ক

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ দায়িত্বরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) প্রদান করেছে সালমা-আদিল ফাউন্ডেশন।

দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ অবস্থায় জরুরিভাবে সালমা-আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসনের যারা করোনাভাইরাস সংক্রমণ নিয়ে কাজ করছেন, তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন এসব পিপিই উপকরণ বিতরণ করা হয়।

সালমা-আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে পিপিই উপকরণসমূহ হস্তান্তর করেন বিশিষ্ট সমাজসেবক গোলাম আজাদ ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হাসান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী ও করোনা ভাইরাস মোকাবেলায় কর্মরত সেনাবাহিনীর প্রতিনিধি পিপিই উপকরণসমূহ গ্রহণ করেন।

সারাবাংলা/এমআই

করোনা পিপিই বিতরণ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর