‘লকডাউন’ অমান্য করে বের হওয়া ১৫৭ মোটর সাইকেল আটক
২৭ মে ২০২০ ০০:৪৬
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত ১৫৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ৮টা থেকে দুই ঘণ্টা ধরে নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় এসব মোটরসাইকেল আটক করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সন্ধ্যা ৬ টার পর থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ এখনো বহাল আছে। অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে সন্ধ্যার পর অবাধে মোটর সাইকেল চলাচল করছে। এজন্য কমিশনার স্যারের নির্দেশে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়েছে।’