Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতার মারধরের শিকার ঢাবির মূকাভিনয় শিল্পী লোকমান


১ জুলাই ২০১৮ ১৪:৪৭ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৪:৫২

।। ঢাবি করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: তরুণ মূকাভিনয় শিল্পী মীর লোকমানের ওপর হামলার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করে এই ছাত্রলীগ নেতা বলছেন, মারধর নয় কেবল জিজ্ঞাসাবাদ করা হয়েছে মীর লোকমানকে।

ভুক্তভোগী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোববার (১ লা জুলাই) মীর লোকমান বেলা পৌনে বারোটার দিকে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়েছিলেন। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই উপসম্পাদক সাদ বিন চৌধুরী ও মো. নাজিম, ছাত্রলীগ নেতা বকুল তাকে ডাকেন। এসময় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে কৈফিয়ত তলব করেন তারা।

এক পর্যায়ে হঠাৎ জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এসে মীর লোকমানকে চড়-থাপ্পড় দিতে শুরু করেন। তবে এসময় সেখানে উপস্থিত অনান্য নেতা-কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

প্রসঙ্গত, গতকাল রোববার কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয় নিয়ে মীর লোকমান ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে গতকালের হামলার কিছু ছবি যোগ করে তিনি লেখেন, ‘সোনার ছেলেরা! আজ ব্যাপক খেলে দিয়েছো।’

তবে মারধরের কথা অস্বীকার করেন সঞ্জিত চন্দ্র দাস। তিনি বলেন, ’তাকে মারধর করা হয়নি। সে ছাত্রলীগ নিয়ে উল্টা-পাল্টা লিখছে এজন্য আমরা জিজ্ঞাসাবাদ করছি।’

এদিকে মারধরের বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করবেন বলে জানান মীর লোকমান। তিনি বলেন, ’আমি চাই বিশ্ববিদ্যালয় আর কোনো ছাত্রের সঙ্গে আর এমন না ঘটুক।’

বিজ্ঞাপন

ঘটনাটি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে টেলিফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, মীর লোকমান ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এর প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে সংগঠনটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশে তিনি চার শতাধিক মূকাভিনয় প্রদর্শনী করেছেন। বাংলাদেশের হয়ে তিনি ভারত, আর্মেনিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের মূকাভিনয় উৎসবে প্রতিনিধিত্ব করেছেন।

সারাবাংলা/কেকে/এসএমএন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর