রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ ১০ মামলার আসামি গ্রেফতার
১ জুলাই ২০১৮ ২০:৩৬ | আপডেট: ১ জুলাই ২০১৮ ২১:১৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজবাড়ী: রাজবাড়ীতে ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শিমুল শেখকে (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (০১ জুলাই) বিকেলে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, শিমুল একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট ১০ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিকেলে খবর পেয়ে বড়চর বেনীনগর এলাকার নান্নুর ইট ভাটার পাশ থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
শিমুল শেখ জেলা শহরের কলেজপাড়া মেছোঘাটা এলাকার মৃত আক্কাস শেখের ছেলে।
সারাবাংলা/এআর/এনএইচ