ঢাকা: মিডফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো সাত জনে।
রোববার (১৩ জুলাই) ডিএমপির যুগ্ন কমিশনার (এডমিন ও ক্রাইম) নাসিরুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুজনকে আটকের বিষয়টি সত্যি। এ বিষয়ে লালবাগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বিস্তারিত জানাবেন।
ডিবির একটি সূত্র জানায়, নেত্রকোনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সজীব বেপারী ও রাজীব ব্যাপারী। এ নিয়ে এখন পর্যন্ত হত্যার ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।