Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আটক ২০

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৫:২১

ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গতকাল থেকে এখন পর্যন্ত মোট আটকের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার ২০জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর পর্যন্ত ২০ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী আটক করেছে ১৫ জন। পুলিশ আটক করেছে ৫ জন। এ নিয়ে মোট ২০ জন আটক আছে। সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এমপি

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর