Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের ২ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৩:২৫

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলো- মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালায়। এ সময় বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এমপি

ককটেল ডিএমপি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর