কুমিল্লায় বিকাশ হ্যাকিং চক্রের ১ সদস্যকে আটক করেছে র্যাব
৩ জুলাই ২০১৮ ১৫:১৪ | আপডেট: ৩ জুলাই ২০১৮ ১৫:২১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা : বিকাশ হ্যাকিং চক্রের অন্যতম সদস্য মোঃ খোরশেদ আলমকে কুমিল্লায় আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। মঙ্গলবার (৩ জুলাই) ভোরে সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোঃ আতাউর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল কুমিল্লা বুড়িচং এর ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ব্যবহৃত ২টি ল্যাপটপ, ২টি ডেক্সটপ কম্পিউটার, ৬৩টি সিমকার্ড, মডেম, হ্যাকিং সফটওয়ার, মোবাইল ফোন, ভ’য়া আইডিকার্ড, চেকবই উদ্ধার করা হয়।
কুমিল্লার বুড়িচং থানায় এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এনএইচ