Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১১:৩৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১১:৪৮

মরদেহ: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি গ্যারেজের কমর্চারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ রেললাইন কলস ওয়ালা বাড়ির নিচে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত বাবুর স্ত্রী আয়েশা আক্তার জানান, ওদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। বাবুর বাবার নাম মৃত সিকান্দার আলী। বর্তমানে মিরহাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকেন। এবং বাবু স্থানীয় সিএনজি গ্যারেজের কাজ করতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভোরে জানতে পারি দয়াগঞ্জ এলাকায় স্থানীয় রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ চার-পাঁচজন মিলে চাপাতি দিয়ে মাথায়, দুই হাতে, দুই পায়ে কুপিয়ে ফেলে রাখে গেছে। তার সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়েও পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গেন্ডারিয়া এলাকা থেকে স্বজনরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের মাথায় ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন ইসলাম জানান, এ রকম একটি ঘটনা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

সারাবাংলা/এসএসআর/এমপি

কুপিয়ে হত্যা খুন যুবক নিহত হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর