Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৪:০৪

কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য মোহাম্মদ নিশাত (২২) ও মোহাম্মদ রাসেল (২৩)।

ঢাকা: কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ জুলাই) ডিবির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ নিশাত (২২) ও মোহাম্মদ রাসেল (২৩) ওরফে পেস্টিং রাসেল ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নিশাতের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইন দুটি মামলা রয়েছে এবং রাসেলের বিরুদ্ধে দস্যুতা এবং ডিএমপি এ্যাক্টসহ তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর