Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবির দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২১:৫২

নতুন ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) পদমর্যাদার কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এই পদায়ন করা হয়।

নতুন পদায়নকৃত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মো. শফিকুল ইসলাম শেখ মো. সাজ্জাত আলী