Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বাংলামোটরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার আরও ৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭

ঢাকা: রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোমান আহমেদ (৩২), আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) ও আওয়ামী লীগের বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মো. মিজানুর রহমাকে গ্রেফতার করে ডিবি। এদিন সন্ধ্যা ৬টার দিকে হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেনকে গ্রেফতার করে করা হয়। আর রাত ১০টা ৪৫মিনিটে ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করে ডিবি। এছাড়া শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সানাকাতকে গ্রেফতার করে ডিবি।

তিনি বলেন, গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এমপি

আ.লীগ গ্রেফতার ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

ইবিতে ৫ শিক্ষার্থী বহিষ্কার
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৩

আরো

সম্পর্কিত খবর