চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) ঝটিকা মিছিলের পর পুলিশ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস জব্দ করে এর চালক-সহকারীসহ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ওই মাইক্রোবাসে করে ছাত্রলীগের একদল নেতাকর্মী কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম নগরীতে এসেছিল মিছিল করার জন্য।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মিছিল ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালায়।
গ্রেফতার চারজন হলেন- আবু মুসা (৩০), শাকিব আলম (২০), রায়হান উদ্দিন (৪৫) ও মো. আরিফ (২৮)। এদের মধ্যে আবু মুসা মাইক্রোবাসের চালক ও শাকিব তার সহকারী। তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। এছাড়া নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা রায়হান আওয়ামী লীগের কর্মী ও আরিফ ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে জানান, চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে সকালে ঝটিকা মিছিল বের হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এর আগেই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
‘আমরা গিয়ে সেখানে একটি সাদা মাইক্রোবাস দেখতে পাই। গোপন তথ্যের ভিত্তিতে ওই গাড়ির চালক মুসাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, চকরিয়া থেকে মাইক্রোবাসে কয়েকজন যুবককে নিয়ে তারা চট্টগ্রাম শহরে আসেন। হামজারবাগে গাড়ি থেকে নেমে তারা ঝটিকা মিছিল শুরু করে। মিছিল শেষে তাদের আবার চকরিয়া চলে যাবার কথা ছিল। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল।’
‘আমরা মোবাইল নম্বর দুটি সংগ্রহ করেছি। আমরা মুসা ও তার হেল্পার শাকিবকে আটক করি। এরপর তাদের দেওয়া তথ্যে পাঁচলাইশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করি। গ্রেফতার দুজন জানিয়েছেন- সাদ্দাম হোসেন ইভানের পরিকল্পনা ও নেতৃত্বে তারা ঝটিকা মিছিলে অংশ নিয়েছিল।’
আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে শনিবার বিকেলে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।