ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের বিশেষ অভিযানে ককটেল, পেট্রলবোমা, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও জোনের ডিসি মো. ইবনে মিজান এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিকাল ৪টা থেকে রবিবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। এতে আটটি ককটেল, দুটি পেট্রলবোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি ইবনে মিজান জানান, রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।