Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে আচার খাইয়ে টাকা লুট, অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৮:১৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৬

ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে এক যাত্রীকে আচার খাইয়ে অচেতন করে টাকা হাতিয়ে নেওয়ার সময় ৫ সদস্যের একটি অজ্ঞান পার্টিকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলেই বাসে থাকা শিক্ষার্থীরা তাদের গণধোলাই দেয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে হাতিরঝিল রেইনবো ক্রসিং এলাকায় বাস থামিয়ে শিক্ষার্থীরা তাদের হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

অচেতন অবস্থায় উদ্ধার করা যাত্রী আব্দুল মান্নানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকরা হলেন— আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী (৪০)।

বিজ্ঞাপন

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, ‘চলন্ত বাসে অজ্ঞান পার্টির সদস্যরা আচার জাতীয় বস্তু খাওয়ানোর পর আব্দুল মান্নান অচেতন হয়ে পড়েন। এ সময় তারা তার কাছে থাকা প্রায় ৬০ হাজার টাকা লুটের চেষ্টা করে। বাসে থাকা শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে অভিযুক্তদের আটক করে গণধোলাই দেয়।’

তিনি আরও বলেন, ‘আব্দুল মান্নানের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। বর্তমানে তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩৩ নম্বর রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করেন। আহত অবস্থায় আটক পাঁচজনকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

অজ্ঞান পার্টি আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর