Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ সই অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৫:১৭

ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই সনদ সইয়ের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা এবং রিমন চন্দ্র বর্মন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

তিনি বলেন, ‘গতকালের ঘটনায় গতকাল শুক্রবার দিবাগত রাতে চারটি মামলা করা হয়। এর মধ্যে একটি হলো সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের মামলা। আরেকটি হলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর মামলা।’

এর আগে, গতকাল শুক্রবার জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহিদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করার দাবিতে কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সনদ সইয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকে যায়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে বের করলে সংঘর্ষ বাধে। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত জুলাই যোদ্ধাদের ৩০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এরপর পুরো সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে বিকেল সাড়ে ৪টার পর শুরু হয় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান। এরপর বিকেল সোয়া ৫টার দিকে জুলাই সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং রাজনৈতিক নেতারা। তবে অনুষ্ঠানে এনসিপির পক্ষ থেকে কেউ উপস্থিত হয়নি এবং এতে সইও করেনি।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর