ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ হাসান আলী জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুসারে বুয়েট কর্তৃপক্ষ শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বুয়েটের শিক্ষার্থীরা অভিযোগ করেন, শ্রীশান্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং অনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন। শিক্ষার্থীরা এ সংক্রান্ত একাধিক প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন।
তবে রাসুল (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠলেও, এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।