Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ মাস কর্মস্থলে অনুপস্থিত, বরখাস্ত অতিরিক্ত এসপি শাহ নূর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪১

অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নূর আলম পাটওয়ারী।

ঢাকা: কর্মস্থলে টানা ১৪ মাস অনুপস্থিত থাকার অভিযোগে অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৯ অক্টোবর) আদেশটি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পালনকালে বর্তমানে এটিইউ-তে সংযুক্ত শাহ নূর আলম গত বছরের ১৯ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত আছেন।

বিজ্ঞাপন

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ ও পলায়নজনিত শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাকে অনুপস্থিতির দিন থেকেই সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ছুটি ছাড়াই কর্মস্থল ত্যাগের অভিযোগে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর