Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ নভেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা, গ্রেফতার আরও ৪৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১১:৫৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৩:২০

প্রতীকী ছবি

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে দলটির ও সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত আগামীকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে সরকার। অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বলয়। যার অংশ হিসেবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশপথগুলোতে গতকাল মঙ্গলবার থেকেই কড়া নজরদারি শুরু হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর