Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার রাজধানীর মিরপুরে বাসে আগুন দিল দূর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:১৪

শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা: এবার রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (১২ নভেম্বর) দুপুরে শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার পর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহণ নামে একটি বাসে আগুন দেয়। এসময় আশপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।

বিজ্ঞাপন

এর আগে, আজ সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে গাড়িটিতে কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায় বলে জানা যায়।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর