Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে অগ্নিসংযোগের চেষ্টা: নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ০৯:২৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১০:৫১

ঢাকা: রাজধানীতে কিরণমালা নামের একটি ফাঁকা বাসে অগ্নিসংযোগের চেষ্টা করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইয়াফ (১৮)। একই ঘটনায় নাহিয়ান আমির সানি (১৮) নামের আরেকজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে, আর একজন পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাত ১০টা ৫ মিনিটের দিকে শাহআলী থানার উত্তর নবাবেরবাগ এলাকায় সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে কেরসিন ঢেলে আগুন দেয় এবং মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ধাওয়া দিলে একজনকে হাতেনাতে ধরে ফেলে।

বিজ্ঞাপন

ধাওয়া খেয়ে সাইয়াফ নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরেকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে হেফাজতে নেয়। নাশকতামূলক এ ঘটনার সাথে জড়িত পলাতক দুষ্কৃতকারীকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার সানির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর