Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৪:৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইল ছবি

ঢাকা: রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

তালেবুর রহমান বলেন, ‘পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে। এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।’

বিজ্ঞাপন

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়। এ সময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর