Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর চকবাজার চাঁদনিঘাট এলাকার রাস্তা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১ দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাঁদনিঘাট কে বি চন্দ্র রোডে একটি চিপা গলিতে পাওয়া যায় মরদেহটি। একটি কালো পলিথিনে মুড়িয়ে সেখানে ফেলে রাখা হয়েছিল। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় নবজাতককে সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর