ঢাকা: সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে ২ থেকে ৪ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ওসমান হাদি হত্যাকাণ্ড পেছনে থেকে কারা করিয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে ২ থেকে ৪ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গ্রেফতারদের তথ্য মতে হত্যাকারীরা পালিয়ে গেছে। আর যারা তাদের সহযোগিতা করেছে তারা গ্রেফতার হয়েছে। তবে মূল অভিযুক্ত গ্রেফতার না হলে তদন্তের স্বার্থে আমরা কারও নাম বলতে পারছি না। তবে ৫ আগস্টে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যাকাণ্ডে জড়িত বলে মনে করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতাও রয়েছে। এই হত্যা মামলার চার্জশিট আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দেওয়া হবে। সেখানে তাদের নাম প্রকাশ হবে আশা করি।’
এর আগে, তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ওসমান হাদি মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী ফয়সাল তার মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তাধীন রয়েছে। তবে হত্যাকাণ্ডের ১৮ দিন পেরিয়ে গেলেও মুল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী।