ঢাকা: রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ শটগান, পিস্তল ও গোলাবারুদসহ মো. মাহফুজ শিকদার (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বুধবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্প রাজধানীর পশ্চিম কাফরুলে অভিযান চালিয়ে মো. মাহফুজ শিকদার (৩৫) নামক একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
এছাড়া, গ্রেফতারের সময় তার থেকে একটি ৭ দশমিক ৬৫ মি. মি. বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, ২৭ রাউন্ড ৭ দশমিক ৬৫ মি. মি. পিস্তল অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, দুটি পিস্তল ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিলসহ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।