Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২১:৪২

গ্রেফতার আসামিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), মো. ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মো. মাহির হাসান (২১), মো. রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মো. সজীব (৩০)।

তালেবুর রহমান বলেন, ‘রোববার উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ সময় তাদের থেকে একপিস ইয়াবা ট্যাবলেট, ৭২ পুরিয়া হেরোইন ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর