Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো ব্যক্তি আটক

‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৬:১০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪৭

প্ল্যাকার্ড হাতে আটক মোদাচ্ছের রহমান

ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা ১৪ মিনিটের দিকে গুলশান-২ এর ওই রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হঠাৎ করেই ওই ব্যক্তিকে কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায়। তার হাতে থাকা প্ল্যাকার্ডটি উপস্থিত জনতা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং উত্তেজনার সৃষ্টি করে।

ওই ব্যক্তির নাম মোদাচ্ছের রহমান। তিনি চাঁদপুরের বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জনাব, শ্রদ্ধেয় তারেক রহমান আপনি এবং আপনার পরিবার গত ১৭ বছর যাবত যে অগ্নি নিরাপত্তা উপভোগ করেছেন, তা বাংলাদেশের মানুষের উপভোগের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত নিবেদন দিলাম।’

বিষয়টি ওই এলাকায় টহলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরে এলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠেন।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ ও উপস্থিত লোকজনের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির অবস্থান এবং বার্তার ধরনটি উসকানিমূলক বা কোনো বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা যাচাই করা প্রয়োজন হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে গুলশান থানা পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি কেন এই সময়ে এবং ঠিক বিএনপি কার্যালয়ের সামনেই কেন এমন দাবি নিয়ে দাঁড়ালেন, তার নেপথ্যে কোনো রাজনৈতিক ইন্ধন বা ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই আটকের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে তাকে গুলশান থানায় রাখা হয়েছে এবং তার পরিচয়সহ বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর