Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে গুলি করে ফয়সাল: ডিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৮:০০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৪

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটে নতুন করে একজন কাউন্সিলরের নাম যুক্ত হওয়ায় মামলাটি নতুন মোড় নিয়েছে। হাদি একটি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় তাকে গুলি করে হত্যা করা হয়।

এ মামলায় ওই কাউন্সিলরসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে সম্পূরক চার্জশিট দেওয়া হতে পারে বলেও জানিয়েছে ডিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি জানায়, মামলার প্রধান আসামি ও গুলিবর্ষণকারী ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা। তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই তিনজনের কাউকেই এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছে বলে গোয়েন্দা পুলিশের কাছে তথ্য রয়েছে।

এ ছাড়া গুলিবর্ষণকারী ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ‘ফিলিপ’ নামে আরও একজন এ ঘটনায় জড়িত থাকলেও তারা পলাতক রয়েছেন। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর