Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক শিক্ষক নিয়োগ
সাঁড়াশি অভিযানে সারাদেশে প্রতারক চক্রের শতাধিক গ্রেফতার

উজ্জল জিসান স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২০:২৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ২২:১৩

ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। প্রায় ১৪ হাজার পদের বিশাল এই নিয়োগ পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে ওঠা ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নফাঁস চক্র রুখতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে প্রতারক চক্রের শতাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার দিনে ও রাতে এবং শুক্রবার পরীক্ষা পর্যন্ত তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরীক্ষার প্রশ্নফাঁস চক্র এবার সক্রিয় ছিল। সারাদেশে অনেক প্রার্থীর সঙ্গে ডিভাইস দিয়ে পরীক্ষার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ‘২০ লাখ টাকায় ডিভাইস পরীক্ষা’- শিরোনামে একটি সংবাদ সারাবাংলা ডটনেটে প্রকাশিত হলে সারাদেশে সাঁড়াশি অভিযানে নামে প্রশাসন।

বিজ্ঞাপন

দেশের সরকারি চাকরিতে সবচেয়ে বেশি সংখ্যক পদে নিয়োগ পরীক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রায় ১৪ হাজার পদের বিপরীতে সারাদেশে পরীক্ষায় অংশ নেন প্রায় ১১ লাখ পরীক্ষার্থী।

আরও পড়ুন-পরীক্ষায় ডিভাইস ঠেকাতে চলছে সাঁড়াশি অভিযান

প্রাথমিক শিক্ষা অধিদফতর ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে,  রংপুরে ২, নওগাঁয় ৮ জন, বগুড়ায় ৫ জন, কুড়িগ্রামে এক বিএনপি নেতাসহ ৯ জন, লালমনিরহাটে ৩ জন, নীলফামারীতে ১ জন, দিনাজপুরে ৬ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, রাজশাহীতে ৪ জন, যশোরে ১১ জন, খুলনায় ৫ জন, কুষ্টিয়ায় ৭ জন, সিরাজগঞ্জে ৪ জন, নাটোরে ৩ জন, পাবনায় ৭ জন, গোপালগঞ্জে ৫ জন, ময়মনসিংহে ৫ জন, শরীয়তপুরে ৩ জন, ফরিদপুরে ৭ জন, রাজবাড়ীতে ৩ জন, গাইবান্ধায় ৬ জন, নরসিংদীতে ৪ জন, নারায়নগঞ্জে ৫ জন, মুন্সিগঞ্জে ৯ জন, মাদারীপুরে ৫ জন, বরিশালে ২ জন, ভোলায় ৩ জন, পিরোজপুরে ১ জন, সাতক্ষীরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ১ জন, মেহেরপুরে ৩ জন, হবিগঞ্জে ৪ জন, নেত্রকোণায় ১ জন, টাঙ্গাইলে ৫ জন, কিশোরগঞ্জে ৩ জনসহ শতাধিক গ্রেফতার আছে।

গ্রেফতারদের মধ্যে কেউ প্রতারক চক্রের সদস্য, কেউ আত্মীয় ও কেউ পরীক্ষার্থী রয়েছেন। তাদের কাছ থেকে নগদ টাকা, ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

নওগাঁ থেকে জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড রয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন-২০ লাখ টাকায় চাকরির চুক্তি, পরীক্ষা ডিভাইসে!

কুড়িগ্রাম থেকে জানা যায়, একজন বিএনপি নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের কাছ থেকে পরীক্ষা দেওয়ার জন্য ডিভাইস জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনা করা হচ্ছিল— এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা পরীক্ষার্থী বা অন্যদের কাছে ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।’

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকায় প্রশ্ন ফাঁস জড়িত চক্রের একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী জানতে পারি এ চক্রের আরও সদস্য রয়েছে। পরে গ্রেফতার ব্যক্তির তথ্য অনুসারে র‍্যাব সদস্য অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচাক (ডিজি) আবু নুর মো. শামসুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘সারাদেশে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এটি ঠেকাতে প্রশাসন আগে থেকেই তৎপর ছিল। সারাদেশে প্রায় শতাধিক গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে। এ ছাড়া কোথাও কোনো রকম সমস্যা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।‘ এ জন্য সারাদেশের জেলা প্রশাসক, এসপিসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

আরো

উজ্জল জিসান - আরো পড়ুন
সম্পর্কিত খবর